বিশ্বাস এবং ভালোবাসা দুইটি খুব মূল্যবান জিনিস | বিস্তারিত পড়ুন

 


আমাদের মধ্যে অনেকেই আছে যারা ভালবাসাকে হাতের মোয়া ভাবে, ভাবে এর কোনো মূল্যই নেই, যখন চাইবে তখনি পাবে।

এই নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা।

কেউ যদি আপনাকে কখনো ভালোবাসে অথবা বিশ্বাস করে তাকে কখনো বোকা মনে করবেন না, সেই প্রকৃত লোক যে কিনা আপনাকে বিশ্বাস করেছিল অথবা ভালবেসেছিল।

এই বিশ্বাস এবং ভালোবাসা দুটি বড়ই অদ্ভুত জিনিস, যদি আপনি কারও এক বার বিশ্বাসকে ভেঙ্গে দেন বা নিঃস্বার্থ ভালোবাসা কে নিয়ে মজা করেন,

তাহলে আপনি একটা প্রকৃত বোকা লোক।
কারণ এই পৃথিবীতে বিশ্বাস এবং ভালোবাসা খুবই মূল্যবান জিনিস, আপনি দেখেন তো কতজন লোক বিশ্বাস করে অথবা ভালোবাসে?
খুব অল্প লোকই তাইতো?

আপনি যদি কারো বিশ্বাস বা ভালোবাসা টিকিয়ে না রাখতে পারেন তাহলে আপনার মতন হতভাগা আর কেউ নেই।

যে আপনাকে বিশ্বাস করল তাকে নির্বোধ অথবা সরল ভাবতে পারেন, কিন্তু সে আসলে নির্বোধ নয় অথবা সরলও নয়, সে আপনাকে শুধু বিশ্বাস করেছিল।

আবার অন্যদিকে কেউ যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনি তাকে কখনোই ঠকাবেন না, কারণ তার ভালোবাসাটা নিঃস্বার্থ বিশ্বাস এর মত।

আমার মনে পড়ে গেল সেই নিউটনের তৃতীয় সূত্র কথা, আপনি নিশ্চয়ই জানেন সূত্রটি?

না জানলে শুনুন : নিউটনের তৃতীয় সূত্র বলেছেন যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ক্রিয়া আছে।

কি বুঝলেন, সূত্রটিকে অযথা বলছি?
না অযথা না

প্রত্যেক কাজে যদি সমান বিপরীত ক্রিয়ার কাজ করে, তাহলে কি ভেবে দেখছেন,
আপনি যে কারো বিশ্বাস এবং ভালোবাসা কে নিয়ে লারেলাপ্পা খেলছেন।

আপনাকে নিয়ে অন্য কেউ লারেলাপ্পা খেলবে না তার কোন, গ্যারান্টি নেই।

এবং আপনাকে সে সময় বিশ্বাস করেছিল বা ভালোবেসে ছিল তাকে খুজবেন, কিন্তু বাস্তবতার কাছে আপনি হেরে যাবেন।


হয়তো এ লেখা দ্বারা পাঠকদের আমি স্যাটিস্ফাইড করতে ব্যর্থ