ওহে শখের নারী সর্বকালের সর্ব সুখ তোমার হোক তবুও তুমি ক্ষমার অযোগ্য 🤍🌸
কুত্তার লগে রুটি ভাগ কইরা খাইলেও নাকি কুত্তা প্রেমে পইরা যায়!
কিন্তু আমার পুরো জীবনটাই আপনারে দিতে চাইলাম, কিন্তু আপনারে আমি পাইলাম না!
দুনিয়ার কোনো ভিক্ষুক এমন ভাবে ভিক্ষা করে নাই,যেমন ভাবে আমি আপনার ভালোবাসা ভিক্ষা চাইছি!!😥
দুনিনার কোনো৷ মানুষ এমন কইরা হাওমাও কইরা কান্দে নাই,যেমনটা আমি আপনাকে হারানোর পরে ;হাওমাও কইরা কেন্দেছি!!
দুনিয়ার কোনো ক্ষুধার্ত ব্যক্তি তার ক্ষুধা নিবারনের জন্য খাবার পাওয়ার লাইগা এতটো নত হয় নাই,যতটা আমি আপনার ভালোবাসা পাওয়ার লাইগা নত হইছি!!😥
দুনিয়ার কেনো নিস্বন্তান মা একটা সন্তান পাওয়ার লাইগা, মন্দিরে, মসজিদ, মাঝারে এতটা মাথা ঠেকায় নাই,যতটা আমি ;আপনাকে পাওয়ার লাইগা ঠেকাইছি!!😥😥
দুনিয়ার কোনো বেকার যুবক চাকরি পাওয়ার লাইগা এতটা হাটে নাই,যতটা আপনাকে পাওয়ার লাইগা আমি তরিকা বাইর করছি!😥😥
দুনিয়ার ব্যাপাক মানুষ বুঝলো ;আপনারে আমার লাগবোই লাগবো,খালি আপনি মানুষটা বুঝলেন না!!😰😥😥
একটা কথা জানেন.....
আমি মসজিদে লেখা দেখছি;জান্নাত মিলে!
মন্দিরে লেখা দেখছি,মঙ্গল মিলে!
বিদ্যালয়ে লেখা দেখছি,শিক্ষা মিলে!
তারপরে ;রেষ্টুরেন্টে লেখা দেখছি, খাবার মিলে!
ফার্মেসীতে লেখা দেখছি, ঔষধ মিলে!
কিন্তু আমি দুনিয়ার এমন কোথাও লেখা পাইলাম না,
যেখানে আপনারে মিলে!!
আচ্ছা!আপনি কইতে পারেন?
কই গেলে আমি আপনারে পাইতাম!!
কেমনে ঈশ্বরের কাছে চাইলে আমি আপনারে পাইতাম!!
আপনি কইতে পারেন.?
আমি কি দোষ করছিলাম...!!!
Join the conversation