আমাদের দেশের নদী নিয়ে কিছু কথা
Nature
সকলে জানেন যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আমাদের এই বাংলাদেশের ২৩০ টির অধিক নদী আছে। আমরা গর্ব করতে পারি কারণ সবগুলো নদী দেশের এক একটি সম্পদ। আমাদের দেশের কৃষি এবং বিদ্যুৎ খাত, নদীপথে যোগাযোগ ব্যবসা বা বাণিজ্য প্রধানত নদীর উপর নির্ভরশীল।
আমাদের দেশের প্রধান নদী হচ্ছে পদ্মা-মেঘনা-যমুনা ও কর্ণফুলী।
কর্ণফুলী লুসাই পর্বতমালা থেকে উৎপন্ন। অন্যান্য নদীগুলো হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।
আমাদের দেশের কৃষি খাত নদীর উপর খুব নির্ভরশীল, হয়তো এখন আধুনিক যুগ ততটা নদীর কাজ লাগেনা এসব যন্ত্রপাতি ধারা মাটি নিচ থেকে জল বের করে কাজ করে থাকে। আমরা চাষ বাস করার জন্য সারা বছরই নদী থেকে জলপাই। এই কারণে আমাদের দেশের কৃষকরা খুব সহজেই ফসল উৎপাদন করতে পারে।
যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের নদীগুলোর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পর্নো নদীতে খুব সহজেই বহন করা যায়, বর্তমানে পানিপথের বিভিন্নভাবে মালামাল আমদানি এবং রপ্তানিকরা হচ্ছে।
আমাদের দেশের নদী গুলো হচ্ছে এক একটি শক্তির উৎস। অনেক নদী জল বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে, অনেকে হয়তো ছোটবেলা নদী নিয়ে গল্পের বই পড়েছেন, আমিও পড়েছি, শতশত গান ও কবিতা নদী নিয়ে লেখা হয়েছে। অনেক সময় নদীগুলো উপকারের পাশাপাশি আমাদের নদী ভাঙ্গনে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি আমরা, বর্ষাকালে নদীগুলো কোনায় কোনায় পরিপূর্ণ হয়ে থাকে
Join the conversation