নারি তুমি মহান | বিস্তারিত পড়ুন
নারী তুমি তেলাপোকাকে ভয় পাও !!
অথচ" মা হতে গিয়ে দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট তুমি চুপ করে সহ্য করে নাও।
ওষুধ খেতে মনে থাকে না, অথচ সন্তানের অসুখ হলে ঠিক মত, প্রতিবেলায় ওষুধ খাইয়ে দাও।
বৃদ্ধাশ্রমের যাও,
কিন্তু সন্তানের জন্য আশীর্বাদ করতে ভুল হয় না তোমার।
বিয়ের আগে কেউ একটা কটু কথা বললে তোমার কাছ থেকে রেহাই পেত না আর বিয়ের পর কত কথা চুপচাপ করে সহ্য করে থাকো।
ছোটবেলা থেকে পছন্দের কিছু না পেয়ে থাকলে কত রাগ অভিমান করতে, আর সেই তুমি তোমার পছন্দের পুরুষ কে,
বিসর্জন দাও শুধুমাত্র তোমার পরিবারের আনন্দের জন্য।
যখন দেখতে পাশে কারো ছোট বাচ্চার মলমূত্র পরিষ্কার করে , তখন বলতে আমার বাচ্চার দরকার নেই, ছি ছি।
পারব না এগুলো করতে।
আবার সেই তুমি সন্তান প্রস্রাব করা।
শেই ভিজে জায়গায় চুপচাপ শুয়ে থাক।
নারী তুমি পারোও বটে।
তোমার চাওয়ার সাথে পাওয়া গুলো বড্ড বেমানান গো।
চাইলেও পাওনার, আবার না চাইলে অনেক কিছু পাও। তোমার ভালবাসায় পাগল হয়ে, অন্যকে নিজেকে উৎসর্গ করে দাও। তোমার না পেয়েও পাগলা গারদে আছে অনেকে।
বিশ্বাস না হলে পাবনায় গিয়ে একদিন ঘুরে এসো, তুমি চোখের জল না ফেলে আসতে পারবে না। মাঝে মাঝে নিজের আবেগের একটু দাম পাও না। কত ইচ্ছে থাকা সত্বেও তুমি তুচ্ছ থাকো। নারী তুমি সত্যিই সুন্দর গো, তার সমান্তরালে তুমি আবারও অবহেলিত , নারে তোমাকে বোঝার কিছু নাই গো,
যেটুকু আছে সবটুকু ভালোবাসা ❤
ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
Join the conversation