Brawl stars গেম এর কিছু অজানা তথ্য
হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি পোস্ট নিয়ে আজকের টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে একটি গেমস এর পোস্ট দিব তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমার পোস্টে চলে যায়।
আজকে যে গেমটি নিয়ে কথা বলবো ইতিমধ্যে আমাদের সবার মাঝে খুবই জনপ্রিয়,Brawl stars কিছু তথ্য
এটি একটি অসাধারণ গেমস জার সম্পূর্ণই থ্রিডি, এটি একটি অ্যানিমেশন গেম, এই গেমটি সকলেই খেলতে পারে, এটি একটি supercell কোম্পানির গেম, এই গেমসটির ভিতরে নানা ধরনের মিশন আছে, তাছাড়া বিগত দুমাস আগে এই গেমটির ভেতরে brawl pass সিস্টেম শুরু করেছে, এই brawl pass সিস্টেমটি মোট দুমাস চলে আবার নতুন sessions শুরু হয়, তাছাড়া গেমসের ইভেন্ট এমন সিস্টেম করেছে আপনি খেলে অবাক হয়ে যাবেন, মোট 39 brawlers আছে, তাছাড়া প্রত্যেক sessions নতুন নতুন যোগ হয়।
কিছু event এর নাম = Showdown. Gem Grab. brawl ball. Boss fight. Bounty. Heist.
এই গেম এর গ্রাফিক্স এতটাই হাই কোয়ালিটি আপনার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, আপনাদের জন্য কিছু স্ক্রিনশট দেওয়া হল
Join the conversation