সর্বকালের সেরা ফুটবল গেমস | PES 2020

 ফুটবল আজ সারা বিশ্বের সবচাইতে জনপ্রিয় খেলা গুলোর মধ্যে একটি, এমনকি আমাদের বাংলাদেশের এই ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা ফুটবলার ভিডিও গেম খেলতে অনেক পছন্দ করেন, তাছাড়া এই ভিডিও গেম গুলোতে আপনার নিজের পছন্দমত প্লেয়ার দিয়ে খেলতে পারবেন, তাছাড়া বিভিন্ন ক্লাবে জয়েন করতে পারবেন এবং বিভিন্ন টুর্নামেন্টে খেলতে পারবেন খুবই ইন্টারেস্টিং ব্যাপার 

মূলত এ সকল কারণে আমি আপনাদের জন্য সেরা একটি ফুটবল গেম বের করেছি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি কাজের কথায় আসি
Pes 2020

বর্তমানে এন্ড্রয়েড ফুটবলের অথবা যেকোনো কম্পোস্ট গেমের ভিতরে সবচাইতে উন্নত মানের এবং অত্যাধুনিক টপ এর তালিকা pes 2020 রয়েছে।
এ গেমসটির একাধিক মিশনের জন্য সারা বিশ্বে খেতাব অর্জন করেছে, এই গেমসের গ্রাফিক্স খুব উন্নত মানের
আবার গেমপ্লে ততটাই রিয়েল লাইফ আপনার মনে হবে যে কোন স্টেডিয়ামে বসে সরাসরি ফুটবল ম্যাচ দেখছেন






Offered by : konami

Released on : 23 may 2017

Download : 50,000,000+

বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভাল থাকবেন