যেকোনো লেখাকে মাত্র এক ক্লিকে হাজার বার বানান. এবং সাধারন লেখাকে অসাধারণ Emoji Art পরিবর্তন করুন
আজ আপনাদের জন্য এমন একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি যার মধ্যে খুব সহজে আপনি নিজের নামের মতো Emoji দিয়ে যে কোন লেখা সাজাতে পারেন।
নমস্কার ।
প্রিয় বন্ধুরা সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সবাই ভাল আছেন।
আমিও প্রভুর কৃপায় অনেক ভালো আছি।
আজ আপনাদের জন্য এমন একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি যার মধ্যে খুব সহজে আপনি নিজের নামের মতো Emoji দিয়ে যে কোন লেখা সাজাতে পারেন।
তা ছাড়াও এতে রয়েছে একটি বিশেষ Text Repeater অপশন ব্যবহার করে আপনি এক লেখাকে কে যতবার ইচ্ছে লিখে ফেলতে পারবেন মাত্র এক ক্লিক এবং তা কপি করে নিয়ে যে কাউকে পাঠাতে পারবেন।
আপনি চাইলে এই অ্যাপ দিয়ে হাজারবার যেকোনো লেখা লিখে পাঠাতে পারবেন অথবা চাইলে একটা Emoji Art ব্যবহার করে সুন্দর ডিজাইন করে আপনার মনের কথাগুলো লিখতে পারবেন খুবই মজার ব্যাপার।
Apps Name : Repeat Text & Emoji Art
Apps size : 2 MB
Download link : Play store
এই এপ্লিকেশান টি দিয়ে আপনি যেকোনো ধরনের ইমোজি কে একের অধিক রূপান্তরিত করতে সক্ষম হবেন, শুধুমাত্র ইমোজি না লেখা লেখা অথবা যেকোনো ধরনের লেখাকে একের অধিক বানানো যায়।
এই এপ্লিকেশনটি সম্পূর্ণ নতুন এসেছে অ্যাপসটি হয়তো অনেক ছোট কিন্তু ফিউচার গুলা অনেক ভালমানের, হয়তো এই অ্যাপ্লিকেশনটি ভবিষ্যতে আপডেট দিয়ে আরও উন্নত মানের করা হতে পারে উন্নত কোন আলোতে আপনার বুঝতে পেরেছেন আরো নতুন নতুন অনেক ফিউচার যোগ করতে পারে। আর এ প্লিজেন্ট প্লেস্টুরে রেটিং পয়েন্ট এতটাই ভাল মানের যা আপনি দেখলে বুঝতে পারবেন। আশা করি সম্পূর্ণ কাজটি বুঝতে পারবেন আপনারা খুব সহজেই।
বন্ধুরা অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সবাই ভাল থাকবেন। শুভ বিদায়।
Join the conversation